স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : মঙ্গলবার অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল চারটি দোকান সহ দূর্গা পুজার মন্ডপ। ঘটনা মঙ্গলবার গভীর রাতে কমলপুর থানার অন্তর্গত মরাছড়া বাজারে। কমলপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে। তবে আগুনের সুত্রপাত কি ভাবে হয়েছে তা জানা যায়নি।
কেউ বলছে মিষ্টি ও চায়ের দোকান থেকে আগ্নিসংযোগ ঘটেছে। আবার কেউ বলছে দূর্গা পূজার মন্ডপ থেকে অগ্নিসংযোগ ঘটেছে। গভীর রাতে কমলপুরের মরাছড়া বাজার কমিটির দূর্গা পুজার মন্ডপ সহ মোট ৪ টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বুধবার মরাছড়া বাজার কমিটি দূর্গা প্রতিমা বিসর্জন দিয়ে ব্রম্মা পূজা করে ঘট বসিয়ে আবার মন্ডপ সাজিয়ে ঘট পূজার মাধ্যমে অষ্টমী ও নবমী পূজা শুরু করার কথা ছিল। এরই মধ্যে মঙ্গলবার রাতে ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে মরাছড়া বাজারে ছুটে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ কমলপুর থানার পুলিশ ও বিশাল সি.আর.পি.এফ বাহিনী। এই অগ্নিকান্ডের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।