Friday, September 13, 2024
বাড়িরাজ্যমন্ত্রী সুধাংশু দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে উত্তপ্ত বিধানসভা, ওয়েলে নেমে...

মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে উত্তপ্ত বিধানসভা, ওয়েলে নেমে বিক্ষোভ



আগরতলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন বুধবার শুরু হয়েছে এবং ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এর একটি বিতর্কিত পোস্ট নিয়ে সরগরম হয় বিধানসভা অধিবেশনের প্রথম দিন।

মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিবাদে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পোস্টটি নিয়ে বিরোধী এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়। সিপিএম এবং কংগ্রেসের সদস্যরা ওয়েলে নেমে তীব্র প্রতিবাদ জানায়।

প্রসঙ্গত, বিধানসভার এই অধিবেশনটি দীপক মজুমদারের জন্য প্রথম। তিনি বিজেপি বিধায়ক হিসাবে রামনগর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন৷ শ্রী মজুমদার আগরতলা পুর নিগমের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন। এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বুধবার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং এনএলএফটি ও এটিটিএফ জঙ্গি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য দিল্লিতে রয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য