স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : ককবরক রোমান স্কিপ্টের দাবিতে রাজধানীর সার্কিট হাউজ গান্ধী মূর্তির নিচে বিক্ষোভ প্রদর্শন করেন টিএসএফ -এর কর্মীরা। বিধানসভা অধিবেশনের দিন এ ধরনের বিক্ষোভ বিগত দিনেও তারা সংগঠিত করেছে। বুধবার থেকে শুরু হয়েছে বর্ষাকালীন বিধানসভা অধিবেশন।
এদিন বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে তারা একই স্থানে বিক্ষোভ প্রদর্শন করে একই দাবি উত্থাপন করে। যাতে বিধানসভা অধিবেশনে আওয়াজ তোলা হয়, এর জন্য আবারো আজকে তারা আন্দোলন সংগঠিত করেছে। তারা জানায় এই দাবি তাদের দীর্ঘদিনের। সরকার যতদিন তাদের ককবরক ভাষার প্রতি সঠিক সম্মান দেবে না ততদিন তাদের আন্দোলন চলবে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়। এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী।