স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : বুধবার সাতসকালে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে কিল্লার দার্জিলিং থুম বাড়ি এলাকায়। যাত্রীবাহী কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট খাদে পরে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় গাড়িতে থাকা ১০ জন যাত্রী। আহত এক যাত্রীর পরিবারের এক সদস্য জানান যাত্রীবাহী গাড়িটি যাত্রী নিয়ে কিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। দার্জিলিং থুম বাড়ি এলাকায় গাড়িটি রাস্তার বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে যায়।
কমান্ডার গাড়িটিতে মোট ১০ জন যাত্রী ছিল। গাড়িটি খাদে পরে যাওয়ার ফলে আহত হয় গাড়িতে থাকা সকল যাত্রী। ঘটনার সাথে সাথে খবর দেওয়া হয় কিল্লা দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। কিন্তু গভীর খাদ থেকে আহতদের উদ্ধার করতে কাল ঘাম ছুটে দমকল বাহিনীর কর্মীদের। স্থানীয়দের সাহায্য নিয়ে প্রায় দুই ঘণ্টা পর খাদ থেকে আহতদের উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর এক কর্মী জানান গাড়িটি যাত্রী নিয়ে কিল্লা বাজারে আসার পথে দুর্ঘটনার কবলে পরে। গভীর খাদ থেকে ১০ জনকে ওনারা উদ্ধার করে কিল্লা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান যেই জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে দমকল বাহিনীর গাড়ি নিয়ে যাওয়া যায় নি। আহতদের উদ্ধারের পর প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেটে দমকল বাহিনীর গাড়িতে তুলতে হয়েছে। ফলে তাদেরকে হাসপাতালে পৌছাতে দেরি হয়েছে। কিল্লা প্রাথমিক হাসপাতাল থেকে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়।
গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান মোট ৮ জন রোগীকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জরুরী ভিত্তিতে তার অস্ত্রপচার করা হয়েছে। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ইট সলিং একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার এক পাশে সম্প্রতি বৃষ্টির কারনে ভেঙ্গে গেছে। ফলে গাড়িটি রাস্তার বাক নেওয়ার সময় গাড়িটি এক পাশের চাকা খাদে পরে যায়। এবং গাড়িটি উল্টে গভীর খাদে পরে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।