স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : রবিবার কৃষ্ণপুর জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪২ পরিবারের ১০০ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।
এদিন যোগদান সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, ভয়াবহ বন্যায় যাদের বাড়ি ঘর ও ফসলের ক্ষতি হয়েছে তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি তিনি আরো বলেন, বাম আমলে রাজ্যের জনগণের জন্য কিছুই করা হয় নি। বর্তমান সরকার জনগণের জন্য কাজ করে চলেছে। আগামী দিনে করে যাবেন বলে জানান তিনি।