Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যআটক দালাল সহ পাঁচ বাংলাদেশি নাগরিক

আটক দালাল সহ পাঁচ বাংলাদেশি নাগরিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক দালাল সহ পাঁচ বাংলাদেশি নাগরিক। ঘটনা কমলপুর মহকুমার রাঙ্গিছড়া বি ও পি এর আওতাধীন সীমান্ত এলাকায়। রবিবার সকালে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১০৫ ব্যাটেলিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা আটক করে পাঁচ বাংলাদেশি সহ দালালকে।

 এর মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে। আটক বাংলাদেশি নাগরিকরা সকলে ওই দেশের হবিগঞ্জ জেলার শেরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে । যারা আটক হয়েছেন তারা হলেন রানা সূত্রধর (৫৭) উনার স্ত্রী সেলিরানি সূত্রধর (৫২) তার ছেলে দুলাল সূত্রধর (২৭)  উনার ছোট ছেলে সজীব সূত্রধর (২০)। এদের সঙ্গে আটক হয়েছে বাংলাদেশী দালাল বিনয় কুমারকে। এদের সকলকে কমলপুর থানার হাতে তুলে দিয়েছে বি এস এফ। জানা গেছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক হুমকি আর হুজ্জুতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব জানান, নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য