Monday, September 16, 2024
বাড়িরাজ্যডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সমস্যা গণ শপথ গ্রহণ করেন শনিবার

ডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সমস্যা গণ শপথ গ্রহণ করেন শনিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : শনিবার ডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যা গণের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ সূর্য্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারাণী সরকার, ডুকলি ব্লকের বিডিও সহ নবনির্বাচিত সদস্যরা।

 অনুষ্ঠান শুরু হওয়ার পর নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। তারা মানুষের স্বার্থে কাজ করবেন বলে এদিন শপথ গ্রহণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, শনিবার ডুকলি ব্লকের পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়।

 এই ব্লকের অন্তর্গত বাধারঘাটের পাঁচটি পঞ্চায়েত রয়েছে, গোলাঘাটির তিনটি পঞ্চায়েত রয়েছে, কমলা সাগর কিছু পঞ্চায়েত রয়েছে, সূর্য্যমনি নগরের ১১ টি পঞ্চায়েত রয়েছে। তিনি জানান নবনির্বাচিত সদস্যদের প্রতি তিনি আহবান জানিয়েছেন তারা জনতা দ্বারা যেহেতু নির্বাচিত তাই তারা প্রকৃত জনসেবা করার দিকে যাতে গুরুত্ব দেয়। বিশেষ করে সরকারি সুযোগ-সুবিধা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় তার জন্য আহ্বান জানানো হয়েছে। তাহলেই ডুকলি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত গুলি উন্নয়নের দিক দিয়ে মানুষের নজরে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য