Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যরেল স্টেশনে আটক দুই রোহিঙ্গা

রেল স্টেশনে আটক দুই রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : অনুপ্রবেশ বন্ধ নেই। আগরতলা রেল স্টেশনে ফের ধরা পড়ল দুই রোহিঙ্গা। তাদের মধ্যে একজন মহিলা। শুক্রবার বিকালে আগরতলার জিআরপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতরা হল আজিদা বেগম এবং রমজান আলি।

 তারা বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ কক্সবাজারে থাকতেন। দু’জনই পালিয়ে আসে রাজ্যে। আগরতলা রেল থানার ওসি তাপস দাস শনিবার  সংবাদ মাধ্যম কে  জানান, ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের সঙ্গে আর কারা যুক্ত প্রত্যেকের সন্ধানে তদন্ত হচ্ছে, তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে তোলা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য