স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :ত্রিপুরা রাজ্যে মন্দির, মসজিদ ভাঙ্গায় কোন সংস্কৃতি নেই। পার্শ্ববর্তী দেশে হয়তোবা দেখা গেছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে সব অংশের মানুষ সুভ্রাতৃত্বের মাধ্যমে বসবাস করে। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে রানীরবাজারের ঘটনা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি। এ ধরনের সস্তা রাজনীতি না করার জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।
তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে জানান এ ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা থেকে যাতে বিরোধীরা বিরত থাকেন। এদিকে প্রদেশ বিজেপি -র মূখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এ দিন রাজ্যের আটটি জেলা পরিষদের নবনিযুক্ত জেলা সভাধিপতি এবং জেলা সহ-সভাধিপতি নাম ঘোষণা দেন। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রদেশ বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি রাজ্যের ৩৫টি মধ্যে ৩৪টি পঞ্চায়েত সমিতি নবনিযুক্ত চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় এদিন। যাদের নাম ঘোষনা করা হয়েছে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।