স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :দ্বিতীয় বিয়ের নয় মাসের মাথায় মৃত্যু ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলার। অভিযোগ উঠেছে গর্ভবতী মহিলার স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার বাপের বাড়ির লোকজনদের কাছ থেকে অভিযোগ পেয়ে বোধজং নগর থানার পুলিশ অভিযুক্ত স্বামী গৌতম চন্দ্র শীলকে গ্রেফতার করেছে। গৃহবধূ রিঙ্কি দাসের ভাইয়ের অভিযোগ, তার বোন গত ৯ মাস আগে সামাজিক মাধ্যমে ভালোবেসে বিয়ে করে গৌতমের সাথে বণিক্য চৌমুহনি এলাকায় ভাড়া থাকতেন। কিন্তু তার বোন সাত মাসে অন্তঃসত্ত্বা ছিলেন সেটা তারা জানতো না।
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তার বোনকে আইজিএম হাসপাতালে নিয়ে এসে তার বোন জামাই জানায় রিংকি অসুস্থ। সাথে সাথে তারা হাসপাতালে ছুটে এসে দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারপর কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ জিবি হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। তারপর মৃত দেখা ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে লক্ষ্য করা যায় ময়না তদন্তের আগে দুহাত দড়ি দিয়ে বাঁধা ছিল রিংকির। এবং মৃতদেহ দেখে রিংকির ভাই সন্দেহ প্রকাশ করেন। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছেন সাত মাসে গর্ভবতী হওয়ায় তার শ্বাসকষ্ট এবং প্রেসার বেড়ে মৃত্যু হয়েছে। কিন্তু কেন এতদিনে কোন ডাক্তার দেখায় নি তার বোনকে সে বিষয়টা নিয়ে তিনি অত্যন্ত সংশয় প্রকাশ করেন। আরো বলেন, তার ভাগ্নির কাছ থেকে জানতে পেরেছে রিংকিকে দ্বিতীয় স্বামী প্রতিনিয়ত নির্যাতন করত। তাই সুষ্ঠু তদন্ত করার জন্য মামলা দায়ের করেছেন বলে জানান।