Monday, September 16, 2024
বাড়িরাজ্যত্রিশটি স্বর্ণের চেইন, দুটি সিটি গোল্ড এবং একটি বাইক সহ আটক ২...

ত্রিশটি স্বর্ণের চেইন, দুটি সিটি গোল্ড এবং একটি বাইক সহ আটক ২ কুখ্যাত ছিনতাইবাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :আগরতলা শহরে চুরি ছিনতাইবাজ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে। গত ২-৩ মাস ধরে আগরতলা শহরের চানমারি, এস ডি ও চৌমুহনী, রামনগর সহ বিভিন্ন এলাকায় ছিনতাই বাজের কবলে পড়ে মানুষ। যথারীতি থানায় মামলাও হয়, কিন্তু লাগাতার চুরির ঘটনা সংঘটিত হওয়ায় পশ্চিম জেলা পুলিশ একটি টিম গঠন করে শহরের সিসি ক্যামেরা গুলি খতিয়ে দেখেন।

তারপর লক্ষ্য করা যায় দুই যুবক একটি গ্ল্যামার বাইক দিয়ে এই ধরনের চুরির ঘটনা সংগঠিত করে চলেছে। তারপর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে লক্ষ্য করেন তারা আগেও বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত। তারপর পুলিশ সমীর মিয়া এবং বাপন নন্দী নামে দুজনকে আটক করে। সমীর মিয়ার বাড়ি ভাটি অভয়নগর। অপর চোর বাপন নন্দীর বাড়ি মধ্য ভূবনবন। তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশের তদন্তকারী টিম সমীর মিয়ার বাড়িতে তল্লাশি চালায়।

 তারপর ত্রিশটি স্বর্ণের চেইন, দুটি সিটি গোল্ড এবং একটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাইক করে। আটককৃত স্বর্ণের চেইনের মূল্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ সুপার। তিনি আরো জানান এই ঘটনাগুলি তারা প্রাতঃ ভ্রমণকারী মহিলাদের সাথে সংগঠিত করত। স্বর্ণের চেইন গুলি উদ্ধার হওয়ার পর মঙ্গলবার এনসিসি থানার পুলিশ জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে -র উপস্থিতিতে যাদের স্বর্ণের চেইন ছিনতাই হয়েছিল তাদের হাতে তুলে দেন। স্বর্ণের চেইন হাতে পেয়ে আপ্লুত সকলে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য