Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যকথা দিয়ে কথা রাখলেন বিপ্লব

কথা দিয়ে কথা রাখলেন বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা রাজ্যের। ব্যক্তিগত সম্পত্তি থেকে শুরু করে সরকারি সম্পত্তি বিভিন্ন কিছু নষ্ট হয়েছে। সোমবার সাংসদ বিপ্লব কুমার দেব অমরপুর বাজারে সুপার মার্কেট এবং অমরপুর মহকুমা কমিউনিস্ট পার্টির কার্যালয় গিয়ে বন্যা দুর্গত মানুষের সাথে দেখা করেন। তাদের খোঁজখবর নেয়। অসহায় মানুষের অভাব অভিযোগ সম্পর্কে অবগত হন।

মানুষ বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন। মানুষকে আশ্বস্ত করেছিলেন তিনি এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই বিপ্লব কুমার দেব শরণার্থী শিবিরের মানুষের জন্য বস্ত্র ও খাবার পাঠিয়েছেন। যার ফলে খুশি মানুষ। মানুষ জানায়, বিপ্লব কুমার দেবের কাছে সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। তিনি আশ্বস্ত করেছিলেন সমস্যা গুলি সমাধান করা হবে। তারপর ২৪ ঘন্টার মধ্যেই বিপ্লব কুমার দেব বন্যা দুর্গতদের জন্য খাবার, বস্ত্র এবং পানীয় জল পাঠিয়েছেন। তাই সকলে মিলে বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য