Monday, September 16, 2024
বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে ডেপুটেশন এন এস ইউ আই -র

বিভিন্ন দাবিতে ডেপুটেশন এন এস ইউ আই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর অগ্রিম ঘোষণা দিয়েছে যাদের বই খাতা নষ্ট হয়েছে তাদের পড়াশোনার জন্য বই বিতরণ করা হবে এসসিইআরটির পক্ষ থেকে। কিন্তু এ বিষয়ে জানেনা দায়িত্বশীল রাজ্যের এন এস ইউ আই -এর নেতৃত্ব।

মঙ্গলবার তারা বিদ্যালয়ের শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের কাছে গিয়ে প্রধানত দাবি করেন বন্যায় দুর্গতদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বিনামূল্যে বই খাতা সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা। পাশাপাশি আবার দাবি করে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এককালীন অর্থ রাশি বিতরণ করার জন্য। কারণ ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যের ছাত্র ছাত্রীরা। তাই এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার জন্য দাবি জানান প্রদেশ এন এস ইউ আই -র সভাপতি সৌরূপ কুমার শীল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য