Friday, January 24, 2025
বাড়িরাজ্যমঙ্গলবার থেকে খুলছে স্কুল

মঙ্গলবার থেকে খুলছে স্কুল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : ২৭ আগস্ট থেকে খুলবে রাজ্যের সমস্ত স্কুল। কিন্তু যে সকল স্কুলে শরণার্থী রয়েছে সেসব স্কুল বন্ধ থাকবে। সোমবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিকর্তা এন সি শর্মা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। গত ২১ আগস্ট থেকে রাজ্যের স্কুলগুলি বন্যা জনিত কারণে বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুলগুলি খুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ২৪ ঘন্টা আগে তিনি সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন স্কুলগুলি খোলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। কারণ বন্যারজনিত কারণে স্কুলগুলোর অবস্থা অত্যন্ত বেহাল। ছাত্র-ছাত্রীদের শারীরিক দিক চিন্তা না করে যদি দ্রুত স্কুলগুলি খোলা হয় তাহলে শারীরিক ভাবে অসুস্থ হতে পারে ছেলে মেয়েরা। এরই মধ্যে ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছালো বিদ্যালয় শিক্ষা দপ্তর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য