Friday, September 13, 2024
বাড়িরাজ্যরাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এই সরকার। কোন সমস্যা হলে সকলের মিলিত প্রচেষ্টায় সেটা সমাধান করা হবে। কারণ এই সরকার সবাইকে নিয়ে একসাথে চলতে চায়।

                      রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারাবাহিক কার্যক্রম “মন কি বাত” এর ১১৩ তম সংস্করণ সম্প্রসারণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ৭ রামনগর মন্ডলের উদ্যোগে রাজধানীর বিজয়কুমার বালিকা বিদ্যালয়ের হলঘরে আয়োজিত অনুষ্ঠানে এই মহতী কার্যক্রম শ্রবন করেন তিনি।

                            এই কার্যক্রমে যোগদান করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ইন্দ্রনগরের সাহসী যুবক চিরঞ্জিত দের সাহসিকতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে জলে নেমে অন্যদের উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন ৩০ বছরের এই যুবক। আজ তার বাড়িতে আমি গিয়েছি। তার মা বাবাও শারীরিকভাবে অসুস্থ। তাদের সান্তনা দেওয়ার মতো ভাষা ছিল না। আমি তার মা বাবাকে বলেছি আপনাদের ছেলেকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। ও যেখানে থাকুক ভালো থাকুক। ওর আত্মার সদগতি কামনা করি। ও যে কাজ করে গিয়েছে তাকে সারা জীবন মানুষ মনে রাখবে। রাজ্য সরকার তাদের পরিবারের পাশে থাকবে। আমাদের ত্রিপুরায় এমনও মানুষ রয়েছেন যারা নিজের জন্য চিন্তা করে না। অন্যের জন্য চিন্তা করে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের বাড়ি গিয়ে সত্যি ভারাক্রান্ত হয়েছি। তবে গর্বও অনুভব করেছি যে আমাদের দেশে এমন মানুষও রয়েছেন যারা অন্যের জীবন রক্ষায় নিজের জীবন বলিদান দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মন কি বাত কার্যক্রমে অনেক কথা বলেছেন। তিনি বিভিন্ন অজানা বিষয় ও তথ্য আমাদের কাছে উত্থাপন করেন। গোটা ভারতবর্ষকে একসূত্রে বাঁধবার জন্য এই কাজ করছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত কার্যক্রমে সবার কাছে এসব বিষয় তুলে ধরেন তিনি।

                                  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে রাজ্য, জেলা, মহকুমা এবং ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত ই-অফিস সংযুক্ত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়েছে। এর পাশাপাশি ‘আমার সরকার’ কর্মসূচিও খুব ভালোভাবে রূপায়িত হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীদের সম্মেলনে এবিষয়ে আমাকে আলোচনা করতে হয়েছে। মূলত, জনগণের সঙ্গে যাতে আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব তৈরি না হয় সেজন্য আমার সরকার ভাবনা বাস্তবায়িত করা হয়েছে। অর্থাৎ এই সরকার আমাদের সরকার এই ভাবনা যাতে সবার আসে এরজন্যই এটা করা হয়েছে। রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক সমস্যা নিরসন করা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এই সরকারের অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই মানুষের কল্যাণে কাজ করছে এই সরকার।

                               মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, ত্রিপুরায় এবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। যে কারণে গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় ৪৯৩ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়েছে এখানে। যা আমরা কখনো শুনি নি বা দেখি নি। আর বন্যা পরিস্থিতি মোকাবিলায় সারা রাত জেগে মনিটরিং করেছি। আমরা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করেছি। প্রশাসনের আধিকারিকগণ দিনরাত কাজ করেছেন। আমি নিজেও বন্যা কবলিত বিভিন্ন জায়গা সরেজমিনে পরিদর্শন করেছি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় অফিসারেরা কাজের স্পৃহা নিয়ে এগিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয়। কিভাবে একজন প্রধানমন্ত্রী মাসের শেষে দেশের মানুষের সঙ্গে কথা বলেন। তিনি গুরুত্ব দিয়েছেন গরীব, যুব, কৃষক ও মহিলা এই চারটি শ্রেণীর বিশেষ উন্নয়নে।

                       মুখ্যমন্ত্রী বলেন, গতকালও বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক করেছি আমরা। সেখানে সবদলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বৈঠকে আমরা রাজনীতি বিষয়ে কোন আলোচনা করি নি। রাজ্যের সামগ্রিক কল্যাণে সবাই নিজেদের মতামত প্রকাশ করেছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কোন সমস্যা হলে সবাইকে নিয়ে সমাধান করবো। আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চায়।

                           এদিন মন কি বাত কার্যক্রমে হর ঘর তিরঙ্গা, অপচনশীল সামগ্রীর পুনর্ব্যবহার, প্রকৃতি সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

                                এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য