স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : গত ২১ এবং ২২ আগস্ট ভারী বর্ষণে গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্য অতিথি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। বৈঠকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কংগ্রেস দলের পক্ষ থেকে যেসব বিষয়গুলি দুজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলি রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
তিনি বলেন, সর্বদলীয় বৈঠকে গঠনমূলক প্রস্তাব রাজ্যের মানুষের স্বার্থে তুলে ধরা হয়েছে। প্রথমত বলা হয়েছে ইন্ডিয়ান মেট্রোলোজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই ভারী বর্ষণের কথা ত্রিপুরা সরকারকে জানানো হয়েছে কিনা? যদি জানানো হয়ে থাকে তাহলে কেন সঠিকভাবে প্রচার করে মানুষকে সতর্ক করা হয়নি? এ ধরনের কর্তব্য পালনে যদি কারোর গাফিলতে থাকে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত বিগত দিনের অভিজ্ঞতা নিরিখে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে, রাজ্যভিত্তিক, বিধানসভা ভিত্তিক, জেলা ও মোহকুমা ভিত্তিক কমিটি গঠন করার জন্য। এই কমিটির কাজ হবে কোন ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বঞ্চিত, দলবাজি এবং দুর্নীতির শিকার না হয়। তৃতীয়ত, রাজ্য সরকার যাতে ক্ষতিপূরণের একটি প্রাথমিক ছাড়বে তৈরি করে।
বিশেষ করে কোন দপ্তরে কত টাকা ক্ষতি হয়েছে সেটা যাতে সার্ভে করা হয়। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সব রাজনৈতিক দল গিয়ে সেই অর্থরাশি রাজ্যবাসীর স্বার্থে দাবি করতে যাবে। পাশাপাশি দাবি জানানো হয়েছে এই বন্যায় যাদের সরকারি নথিপত্র নষ্ট হয়েছে সেগুলো যাতে অবিলম্বে সরকারের পক্ষ থেকে সহজ উপায়ে পাইয়ে দেওয়া হয়। আরো দাবি জানানো হয়েছে যেসব বেকাররা কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেছিল তাদের যাতে আগামী পাঁচ থেকে ছয় মাস সুযোগ দেওয়া হয়। এর সাথে দাবী করা হয়েছে রাজনৈতিক দল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যাতে ফ্ল্যাক্স ব্যবহারের উপর বিধি নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সাথে প্লাস্টিকের বোতল ব্যবহার যাতে বন্ধ করা হয়। এগুলি বন্যা সৃষ্টি করার অন্যতম কারণ। সার্বিক বিষয় দেখে যাতে মুখ্যমন্ত্রী বিবেচনা করেন বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন এই দুঃসময়ে রাজ্যের দুই সাংসদ কে দেখা যায়নি। মানুষ তাদের আগামী দিন মনে রাখবে। কারণ তাদের কাছ থেকে মানুষ এই দুঃসময়ে অনেক আশা করেছিল। কিন্তু তারা দায়িত্ব কর্তব্য পালন করে নি বলে জানান সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।