Monday, March 24, 2025
বাড়িরাজ্যঅস্থায়ী শিবির পরিদর্শন করলেন রাজ্যপাল

অস্থায়ী শিবির পরিদর্শন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : গত ২১ এবং ২২ আগস্ট ভারী বর্ষণে গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ১ লক্ষ ২৮ হাজার মানুষ। বহু এলাকা জলের নিচে থাকায় মানুষ অস্থায়ী শিবির থেকে এখনো বাড়ি ফিরতে পারছে না। রাজধানীর প্রতাপগড় ইংরেজি মাধ্যম স্কুল সহ বিভিন্ন স্কুলে এখনো রয়েছে বহু মানুষ। রবিবার দুপুরে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রতাপগড় ইংরেজি মাধ্যম স্কুলে যান।

স্কুলে অস্থায়ী শিবিরে থাকা মানুষের সাথে কথা বলেন। তাদের সঠিকভাবে খাবার এবং পানীয় জল মিলছে কিনা সেই বিষয়ে অবগত হন। তারপর খাবারের মান এবং পানীয় জল খতিয়ে দেখেন। একই সাথে তিনি অস্থায়ী শিবিরের স্বাস্থ্য শিবিরটি ঘুরে দেখেন। কথা বলেন চিকিৎসকদের সাথে। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সাথে কথা বলেছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাথে সাথে এনডিআরএফ -এর টিম রাজ্যে পাঠানো হয়েছে। ৪০ কোটি টাকা রাজ্যকে সহযোগিতা করেছে কেন্দ্র। পাশাপাশি রাজ্য সরকার দ্রুত শিবির খুলে মানুষকে আশ্রয়ের জায়গা দিয়েছে। সরকারের পক্ষ থেকে যতটা করা সম্ভব ততটাই করছে বলে জানান রাজ্যপাল। তবে ত্রিপুরা ছোট্ট রাজ্য হওয়ায় পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া গেছে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। এদিন রাজ্যপালের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য