স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : গত ১৯-২২ আগস্ট পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা হয়। এর ফলে জনজীবন পায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়েছে। রবিবার সচিবালের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। বিভিন্ন প্রান্তে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ে। বিভিন্ন ফসল তিন থেকে চার দিন ধরে জলের নিচে থাকা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কিছু ফসল জলমগ্ন অবস্থায় রয়েছে। আবার কিছু কিছু ফসলের জমি নতুন করে জল প্লাবিত হয়ে পড়েছে।
এই আকস্মিক বন্যার কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা গুলো পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। লক্ষ্য করা গেছে অনেক জমিতে বৃষ্টির জলের সঙ্গে বয়ে এসেছে পলি মাটি, বালি ও নুড়ি পাথর। এগুলি জমিতে এখনো জমে রয়েছে। যার ফলে জমি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে। এর জমিগুলিতে আপাতত চাষবাস করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। একই সাথে রাজ্যের ৩৫৭ টি সরকারি কৃষি বীজাগারে মজুদ করা বিভিন্ন প্রকার রাসায়নিক ও জৈব সারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার সেচের মেশিন ও যন্ত্রপাতি ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে শাকসবজি ক্ষতি হয়েছে, উত্তর ত্রিপুরা জেলায় ১৬৪৮ জন কৃষকের ১৭২৮.৫৩ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৪.০১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলায় ২০৭৫ জন কৃষকের ২৯২৪ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৭.৩৫৮ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ধলাই জেলায় ৩৭৯৫ জন কৃষকের ৪৩০৩.৬৪ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ২১.০৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খোয়াই জেলায় ৬২২৩ জন কৃষকের ১৪৫৩৩ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৭৩.২৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ২৭৪৬ জন কৃষকের ৫৫০৪.৩০ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ২০.৯০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সিপাহীজলা জেলায় ৫৬৬৪ জন কৃষকের ৭৩৫৯.১২ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৩৬.০৬ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গোমতী জেলায় ৯০৭৯ জন কৃষকের ১০৪০৬.২৮ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৫০.৯৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৬০৪ জন কৃষকের ৫৭৪৯.৮৮ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ২৮.৪৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সারা রাজ্যে ৩৪৮৩৪ জন কৃষকের ৫২৫০৮.৭৫ মেট্রিক টন ফসল ক্ষতি হয়েছে। মোট ক্ষতির পরিমাণ ক্ষতি হয়েছে ২৪২.১৫ কোটি টাকা। ধান ক্ষতি হয়েছে ১,৬১,১৫০ জন কৃষকের ৭৭৫.৭৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ ৩,৩৭,২৮৫ মেট্রিক টন বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক।