স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বন্ধ নেই অনুপ্রবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে সীমান্ত ডিঙিয়ে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিক। রাজধানীর লঙ্কামুড়া এলাকা থেকে পাঁচ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লঙ্কামুড়া এলাকা থেকে ৫ জন লোককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে তারা বাংলাদেশী নাগরিক।
তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতে আসার ক্ষেত্রে যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরদিকে বামুটিয়া থেকে এক ভারতীয় দালাল সহ ৭ বাংলাদেশী নাগরিক পুলিশের হাতে আটক। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে লেফুঙ্গা থানার পুলিশ বামুটিয়ার বেরীমুড়া থেকে তাদেরকে আটক করে। ধৃত বাংলাদেশী নাগরিকরা হল মহম্মদ আব্দুল, মুজিবুর রহমান, শাহলাল আলি, শাহীফত আলি, রূবেল ইসলাম, হাসমত আলি ও আব্দুর রহমান।
তারা সকলেই বাংলাদেশের চাপাইয়ের নবাবগঞ্জের বাসিন্দা। তাদের সাথে আটক করা হয় ভারতীয় দালাল জীবন বৈশ্যকে। সে বামুটিয়ার খলাবাড়ি পাড়ার বাসিন্দা। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান অবৈধভাবে ভারতে প্রবেশ করা কিছু বাংলাদেশী নাগরিক বামুটিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। সেই সংবাদের উপর ভিত্তি করে লেফুঙ্গা থানার পুলিশ বামুটিয়ার বেরীমুড়াতে ওত পেতে বসে। ভারতীয় দালাল জীবন বৈশ্যের সহযোগিতায় সাত বাংলাদেশী নাগরিক অটোতে করে ভারত-বাংলাদেশ সীমান্তে যাওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে।