স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : গত দুদিন আগে ভূমিধসে সাতজনের মৃত্যু হয় শান্তির বাজার অশ্বিনী ত্রিপুরা পাড়ায়। রবিবার সেখানে ছুটে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঘটনার খোঁজখবর নেন, পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে তাদের বর্তমান পরিস্থিতির সম্পর্কে অবগত হন।
পরবর্তী সময় স্থানীয় একটি শিবিরেও গিয়েছেন তিনি। সেখানে গিয়ে মানুষের খোঁজখবর নেন। তারা সঠিকভাবে খাবার এবং চিকিৎসা পরিষেবা পাচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন। এদিন বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সিপিআইএম কর্মী সমর্থকরা।