Sunday, January 26, 2025
বাড়িরাজ্যশ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী

শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : বন্যা কবলিত রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পরে শ্রীলঙ্কাবস্তি এলাকা। এলাকার লোকজন বাড়ি ঘর ত্যাগ করে আশ্রয় নেয় ত্রান শিবিরে। বন্যার জলে নেমে যাওয়ার পর বন্যা কবলিত লোকজন ধীরে ধীরে ত্রান শিবির থেকে বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন।

সিপিআইএম পূর্ব লোকাল কমিটির উদ্যোগে এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ব্লিচিং পাউডার ও ঔষধ বিতরণ করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজ হাতে এইদিন বন্যা দুর্গতদের মধ্যে ব্লিচিং পাউডার ও ঔষধ বিতরণ করেন। এক সাক্ষাৎকারে মানিক সরকার জানান বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন। তাই তিনি দাবি জানান মেডিক্যাল টিম গঠন করে বন্যা কবলিত এলাকায় প্রেরন করে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য। এই কাজ করা সহজ নয়। তারপরও প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজ করতে হবে। সরকার প্রস্তুত ছিল না, তারপরও সরকার চেষ্টা করছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য