স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : আগামী ২৫, ২৬ এবং ২৭ আগস্ট বনমালীপুর ইসকন মন্দিরের পক্ষ থেকে পূর্বাশা প্রাঙ্গণে জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হবে। পাশাপাশি আগামী ২৫ এবং ২৬ আগস্ট দু হাজার শিশুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ইসকন মন্দিরের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ইসকন মিশনের কো-প্রেসিডেন্ট শ্রীদাম গোবিন্দ দাস জানান। আরো জানান এ বছর পূর্বাশা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী উপলক্ষে যজ্ঞ। সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।