Saturday, July 26, 2025
বাড়িরাজ্যভূমি রেকর্ডের কম্পিউটারাইজেশন সংক্রান্ত কর্মশালার আয়োজন

ভূমি রেকর্ডের কম্পিউটারাইজেশন সংক্রান্ত কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : মঙ্গলবার রাজধানীর এক বেসরকারি হোটেলে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং ভূমি রেকর্ডের কম্পিউটারাইজেশন সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, রাজস্ব দপ্তরের সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় বিভিন্ন জেলার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসকরা উপস্থিত ছিলেন।

 তবে সবচেয়ে অবাক করার বিষয় হল রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ভেঙ্গে পড়েছে বহু মানুষের বাড়ি ঘর। মানুষ নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। সেই জায়গায় দাড়িয়ে এইদিন রাজ্যের মুখ্য সচিব সহ অধিকাংশ জেলা শাসকরা ব্যস্ত কর্মশালা নিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে এই কর্মশালা দুই দিন পরেও করা যেত। কিন্তু তা না করে মঙ্গলবারই সেই কর্মশালা করা হল। এইদিন কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচিব জায়গা ক্রয় বিক্রয়ের সময় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন। যাতে করে কারো কোন সমস্যা না হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!