স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন শাহাজাহান ওরফে বিলাশ। ১৯৮৮ সালের শেষ দিকে সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহাজাহান বাংলাদেশ আত্নীয়ের বাড়িতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। সেখানে তার ১১ বছরের সাজা হয়।
তারপর বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ৩৭ বছর তাকে জেলে আটকে রাখা হয় বলে অভিযোগ। অবশেষে পরিবারের লোকজন জানতে পারেন তিনি এখনো বাংলাদেশে জেলে আছেন। তারপর বিভিন্ন দপ্তরের দরজায় ঘুরে পরিবারের লোকজনেরা আর্জি জানায় তাকে ফিরিয়ে আনার জন্য। তারপর মঙ্গলবার তিনি বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে সোনামুড়ায় ফিরে আসেন। ৬২ বছরের শাহজাহানের পরিবারে এক ছেলে এবং স্ত্রী আছে।