স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : ভোট আসে ভোট যায়। কিন্তু সরকার লোকসভা, পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে জে আর বি টি -র গ্রুপ-ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করছে না। দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু সরকার পক্ষ সংশ্লিষ্ট দপ্তরকে নিয়োগ করার কোন সবুজ সংকেত দিচ্ছে না। এতে হতাশ যুবকরা মঙ্গলবার জড়ো হয় জে আর বি টি অফিসের সামনে। তারা এদিন বিক্ষোভ দেখিয়ে ২৪ ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে সরকারের উদ্দেশ্যে। চাকুরি প্রত্যাশীরা জানান, ২০২০ সালের ৩ ডিসেম্বর গ্রুপ-ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
করোনার কারনে এক বছর পর পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয় নি। বহুবার তারা জেআরবিটি অফিসে গিয়ে কথা বলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারা এক প্রকার হতাশ। তাই তারা এইদিন ফের একবার জেআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবি অবিলম্বে জেআরবিটি-র গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক। মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের উদ্দেশ্যে তারা জানিয়েছেন এখন আর নির্বাচনের জন্য কোন অজুহাত না দেখিয়ে যাতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। তারা এভাবে দিনের পর দিন অপেক্ষা করে চাকুরীর উৎসাহ হারিয়ে ফেলছে।
সরকার সবুজ সংকেত দিলে দপ্তর নিয়োগ করে ফেলবে। তাই তারা দপ্তরের কাছে এদিন যায়নি বলে জানান। পাশাপাশি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন একটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কেন সরকারের চার বছর লাগছে? বয়সোত্তীর্ণদের কথা সরকার কেন ভাবছে না? উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর ধরে সরকার বিভিন্ন তালবাহানা করে ফলাফল ঘোষণা করছে না। এতে করে দিন দিন আশাহত হচ্ছে চাকরি প্রত্যাশা। এবং তাদের মধ্যে একটি বড় অংশ বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ চাকরির আশা ছেড়ে দিচ্ছে। প্রশ্ন হল চাকরি প্রত্যাশী যুবকদের সাথে এ ধরনের ছেলে খেলা করার কি প্রয়োজন ছিল সরকারের? নিয়োগের সময় যদি তাদের নিয়োগ করার সিদ্ধান্ত নিতো এবং ভোটের আশায় এভাবে চাকুরী ঝুলিয়ে না রাখতো তাহলে অনেকটাই আশাহত হতো না রাজ্যের বেকার মহল।