স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : প্রবল বৃষ্টির কারনে বন্যা কবলিত বিশালগড়ের বিভিন্ন এলাকা। বিশালগড়ের নারাউড়া এলাকার সকল কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে। সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণের ফলে বিজয় নদীর জল প্রবেশ করে নারাউড়া এলাকার কৃষি জমিতে। সোমবার গভীর রাত থেকে বন্যায় জলের নিচে তলিয়ে যায় এলাকার সকল কৃষি জমি। মঙ্গলবার সকালে কৃষকরা কৃষি জমিতে গিয়ে দেখতে পান তাদের কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে। এছাড়াও জলমগ্ন হয়ে পড়েছে বিশালগড় বাজার, বিশালগড় থানা সহ আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক।
জলের তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু গ্রামীণ রাস্তার। বেশকিছু বাড়ি ঘরে ঢুকে পড়েছে বন্যার জল। মঙ্গলবার সকাল থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সাথে। যে সকল গ্রামীণ রাস্তা ভেঙ্গে গেছে, সেই গুলিকে দ্রুততার সাথে সংস্কার করার নির্দেশ দেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর এলাকার বিধায়ক সুশান্ত দেব জানান প্রাকৃতিক দুর্যোগের কাছে সকলে অসহায়।
বন্যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্যা কবলিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাদের ক্ষতি হয়েছে, তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। পরবর্তী সময় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। বন্যার জল বাড়ি ঘরে ঢুকে পড়ার ফলে মানুষের বাড়ি ঘরেরও ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। কারন কৃষকদের কৃষি জমি জলের নিচে তলিয়ে যাওয়ার ফলে তাদের সব্বজির ব্যাপক ক্ষতি হয়েছে।