স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : মঙ্গলবার লাইট হাউস প্রজেক্ট আগরতলা ত্রিপুরার উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে লাইট হাউস প্রজেক্টের ফ্ল্যাটের জন্য লটারি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরন গিত্যে, অধিকর্তা তমাল মজুমদার সহ অন্যান্যরা। এই লাইট হাউস প্রজেক্টে যাদের রোজগার ৩ লক্ষ টাকা পর্যন্ত তাদের একটি ক্যাটাগরিতে রাখা হয়েছে।
অন্যদিকে যাদের রোজগার ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত তাদের অপর ক্যাটাগরিতে রাখা হয়েছে। দুই ক্যাটাগরিতে ফ্ল্যাটের মূল্য ৫ লক্ষ ও ৭ লক্ষ টাকা। যারা আগে টাকা দিয়েছেন তাদের মধ্যে এদিন ল্যাটারির মাধ্যমে ফ্ল্যাটের বরাদ্দ করে দেওয়া হয়। অন্যদিকে যারা ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে এই টাকা দেবেন তাদের বুকিং করার পর ফ্ল্যাট লটারির মাধ্যমে বরাদ্দ করে দেওয়া হচ্ছে। তাতে ঋন পেতে সুবিধা হবে। কেন্দ্রীয় এই প্রকল্পের জন্য রাজ্য সরকার জমি দিয়েছে। একেকটি ফ্ল্যাটের মূল্য পড়বে ১৬ লক্ষ ২৫ হাজার টাকা। জমির দাম সহ তা দাঁড়াবে ৩০ লক্ষ টাকা। কিন্তু বেনিফিসেয়ারীরা নির্ধারিত মূল্য দিলেই চলবে। বাকী টাকা দেবে সরকার। মহিলাদের স্ব শক্তি করণে রাজ্য সরকার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বাজেটে তার প্রতিফলন লক্ষ্য করা যায়। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখন এগিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা।