স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে আগরতলা একটি বেসরকারি হোটেলে বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রতন সাহা ও সম্পাদক সুজিত রায় সহ অন্যান্যরা। ত্রিপুরার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের রক্তের , আত্মার সম্পর্ক। ত্রিপুরা বাংলাদেশের মানুষের কাছে নিজের এলাকা। নিজ এলাকায় আপনজনদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত বলে জানান বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ।