স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম লিটন মিয়া। ঘটনা যাত্রাপুর থানাধীন বড়মুড়া এলাকায়। উল্লেখ্য, ধনপুর তারা পুকুর এলাকার লিটন মিয়া সোমবার গভীর রাতে কাঠালিয়া থানাধীন বড়মুড়া এলাকায় যায়। কিন্তু কিছুক্ষণ পরেই বড়মুড়া এলাকা থেকে কাঠালিয়া থানার পুলিশ খবর পায় গরু চুরি করতে এসে আটক এক যুবক। এলাকার লোকজন সেই যুবককে আটক করে বেধড়ক মারধর করছে।
খবর পেয়ে ছুটে গিয়ে পুলিশ। পুলিশ আহত লিটন মেয়েকে উদ্ধার করে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। কিন্তু মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়াকে জিবি হাসপাতালে রেফার করে। কিন্তু জিবি হাসপাতাল আনার পথে মৃত্যু হয় লিটন মিয়ার। এদিকে মৃত লিটন মিয়ার পরিবারের অভিযোগ সে গরু চুরি করতে যায়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে বড়মুড়া এলাকায় বিল্টু বাড়িতে প্রায় সময় যেত। সোমবার রাতে হয়তোবা নেশাগ্রস্থ হয়ে এ ধরনের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে ধনপুর বাজারে লিটন মিয়ার পরিবার এবং এলাকাবাসীরা রাস্তা অবরোধের করে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানায় স্থানীয়রা। এখন দেখার বিষয় পুলিশ আইনত কি ব্যবস্থা গ্রহণ করে।