Friday, March 29, 2024
বাড়িজাতীয়কর্মসংস্থান ও পর্যটনে দেওয়া হবে বিশেষ জোর, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন...

কর্মসংস্থান ও পর্যটনে দেওয়া হবে বিশেষ জোর, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন প্রমোদ

পানাজি, ২৮ মার্চ (হি.স.): কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটনের ওপর বিশেষ জোর দেওয়া হবে, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই বললেন প্রমোদ সাওয়ান্ত। একইসঙ্গে প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, আমাদের সরকারের দ্বিতীয় মেয়াদে খনি কার্যক্রমের দিকেও বিশেষভাবে মনোনিবেশ করা হবে।

সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রমোদ সাওয়ান্ত, এই নিয়ে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত। সোমবার বেলা এগারোটা নাগাদ ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রমোদ সাওয়ান্ত। এদিনই গোয়ার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৮ জন। তাঁরা হলেন-বিশ্বজিৎ রাণে, মৌভিন গোদিনহো, রবি নায়েক, নীলেশ কাবরাল, সুভাষ সিরোধকার, রোহান খাউন্টে, আতানাসিও মনসেরেট ও গোবিন্দ গাউদে। গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই সকলকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রমোদ সাওয়ান্ত বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটনের ওপর বিশেষ জোর দেওয়া হবে আমাদের সরকারের দ্বিতীয় মেয়াদে। পাশাপাশি খনি কার্যক্রমের দিকেও বিশেষভাবে মনোনিবেশ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য