স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : শশুর বাড়িতে জামাতা, শশুর শাশুড়ি সহ অন্যান্যদের মধ্যে ধন্ধুমার কান্ড। ঘটনায় রক্তাক্ত তিনজন। আহতরা হলেন জামাতা বপন সাহা, শাশুড়ি রানি বালা চক্রবর্তী ও শ্বশুর আশীষ চক্রবর্তী। ঘটনার বিবরণে জানা যায়, আড়াই বছর আগে আমতলী রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকার বাপন সাহা বিয়ে করেন বিবেক নগর এলাকার আশীষ চক্রবর্তীর মেয়েকে। বিয়ের পর থেকে পারিবারিক ঝামেলা বিবাদ লেগে থাকত। গত এপ্রিল মাসে বাপনের পুত্র সন্তান জন্ম হয়। তখন থেকে বাপনের স্ত্রী বাপের বাড়িতে থাকেন।
গত কয়েকদিন ধরে বাপন তার স্ত্রীকে বাড়িতে আসার জন্য বললে ঝগড়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত রবিবার সকালে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। বাপনের বোনের অভিযোগ, রবিবার সকালে তার ভাইয়ের যখন শশুর বাড়িতে যায় তখন বাপনকে তার স্ত্রী, শশুর ও শাশুড়ি মিলে বেঁধে মারধোর করে। পরবর্তী সময় আহত অবস্থায় তাকে পাঠানো হয় হাঁপানিয়া হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। এদিকে বাপনের স্ত্রীর অভিযোগ, স্বামী বাপন প্রতিনিয়ত কার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করে। রবিবার সকালে যখন ঝগড়া করছিল তখন তাকে বাপনের শাশুড়ি এসে ঝগড়া না করার জন্য বলে। তখন শাশুড়ি ও শশুরকে মারধর করে বাপন। পরবর্তী সময়ে এলাকা বাসি সহযোগিতা নিয়ে তাকে পাল্টা ধোলাই দেয়। তারপর খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় বাপনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতাল নিয়ে আসে। হাঁপানিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বাপনের অবস্থা আশঙ্কা জনক জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।