স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ত্রিপুরা রাজ্য। প্রতিদিন চলছে বিক্ষোভ এবং সরকারের উদ্দেশ্যে তোলা হচ্ছে বিভিন্ন দাবি। রবিবারও বিকেল বেলা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত করে দাবি জানানো হয় প্রত্যেক বিদ্যালয়ে মেয়েদের সুরক্ষার উপর যাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাতে আরজি করের মতো ঘটনা গুলি সাজা ঘোষণা হয়।
এদিন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদীরা। এই মিছিল থেকে দাবি জানানো হয় আর জি করের নারকীয় ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে যাতে কঠোর শাস্তি ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, গত ৮ আগস্ট কলকাতা আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের সাথে নারকীয় ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সকলের কঠোর শাস্তির দাবিতে রাজপথ দখলের নামে প্রতিদিন চলছে বিক্ষোভ আন্দোলন।