স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে এবার কর্ম বিরতি ডাক দেওয়া হয়েছে। সরকার অবিলম্বে তাদের নিয়মিতকরণ না করলে তারা কর্মবিরতি সংগঠিত করবে। এই আওয়াজ তুলেছেন রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীবৃন্দ। আগরতলা আই এম এ হাউসে সাংবাদিক সম্মেলনটি হয়। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি বাবুল আচার্যী বলেন, তারা স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে কর্মরত রয়েছে।
আর কিছুদিন পর তাদের মধ্যে অনেকে অবসরে চলে যাবেন। পূবর্তন সরকারের আমল থেকে তাদের দাবি নিয়মিতকরন করার জন্য। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ২০১৮ সালের আগের যখন তাদের আন্দোলন চলছিল তখন আন্দোলন মঞ্চে গিয়ে তৎকালীন প্রদেশ বিজেপি সভাপতি গিয়ে আশ্বস্ত করেছিলেন সরকারের আসা মাত্রই প্রথম কেবিনেটে তাদের নিয়মিত করণ করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সেই আশার বাণীতে তারা সেই সময় ভরসা করেছিলেন। কিন্তু পরবর্তী সময় তারা দেখতে পায়, ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর প্রথম কেবিনেটে বামফ্রন্ট সরকারের আমলে নিয়ম অর্থাৎ অনিয়মিত কর্মচারীরা ১০ বছর চাকরি করার পর নিয়মিত পূরণ করার যে সিদ্ধান্ত ছিল সেটা বন্ধ করে দেয়। তারপর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছে বহুবার ডেপুটেশন প্রদান করা হলেও কোন গুরুত্ব দেয়নি সরকার। চিঠি পাঠালেও চিঠির সদোত্তর পায়নি। তাই বাধ্য হয়ে তারা সাংবাদিক সম্মেলন করে জানান যদি সরকার অবিলম্বে প্রতিশ্রুতি পালন না করে তাহলে তারা আগামী দিন কর্ম বিরতি করবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্যরা।