স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : শুক্রবার গভীর রাতে একদল ডাকাত হানা দিলেও তেলিয়ামুড়া মহকুমার পশ্চিম হাওয়াই বাড়ি এলাকার কৃষ্ণ ধন দাসের বাড়িতে। কৃষ্ণধন দাস পেশায় একজন সবজি বিক্রেতা। কৃষ্ণধন দাস জানান, ১০-১২ জনের ডাকাতদের একটি দল হারানো অস্ত্র হাতে ঘরে প্রবেশ করে। কৃষ্ণধন দাস তার স্ত্রী এবং ছেলেকে বেঁধে ফেলে ডাকাতরা। ডাকাতদের পরনে ছিল হাফ প্যান্ট এবং গেঞ্জি। কৃষ্ণধন দাস তার স্ত্রী এবং ছেলেকে হারানো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা। তিনজনই রক্তাক্ত হয় এই ধারালো অস্ত্রের আঘাতে।
ডাকাতরা নগদ অর্থ সহ স্বর্ণালংকার এবং মোবাইল লুট করে নিয়ে যায়। সবচাইতে অবাক করার মত বিষয়টি হলো ডাকাতরা যাওয়ার সময় কৃষ্ণধন দাস তার স্ত্রী এবং ছেলেকে কাথা কম্বল দিয়ে ঢেকে রেখে যায়। ঘটনার পর কৃষ্ণধন দাসের পরিবারের লোকজনদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ভয়াবহ এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেলিয়ামুড়া থানার পুলিশ এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই ডাকাতির ঘটনা রুখে দেওয়ার জন্য সে তাই দেখার।