Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যপ্রশিক্ষণ শেষে শংসাপত্র তুলে দিলেন মন্ত্রী

প্রশিক্ষণ শেষে শংসাপত্র তুলে দিলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : প্রশিক্ষণ শেষে শংসাপত্র তুলে দেওয়া হল সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে নয়া চাকুরি প্রাপ্ত ২ জন সুপারভাইজার ও ২৯ জন সিডিপিও-র হাতে। দপ্তরের কার্যালয়ে এইদিন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।

নয়া চাকুরি প্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি এইদিন দপ্তরের কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণ করেন মন্ত্রী টিঙ্কু রায়। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন অন্যান্য দপ্তর থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পৃথক। দপ্তরের কাজও পৃথক। সেবার মানসিকতা নিয়ে এই দপ্তরে কাজ করতে হয়। হয়তো বেতন কম, কিন্তু মানুষকে সেবা করার সুযোগ রয়েছে। নিজের মন থেকে কাজ করতে হবে এই দপ্তরে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য