Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যমহিলার মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, গ্রেপ্তার স্বামী

মহিলার মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, গ্রেপ্তার স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমতলী থানার অন্তর্গত রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। এলাকার কৃষ্ণ দাসের রাবার বাগানে কাজ করার জন্য বিশ্বজিৎ দেববর্মা এবং তার স্ত্রী সরি দেববর্মা ভাড়া থাকতেন। এরই মধ্যে শুক্রবার রাতে সরি দেববর্মার স্বামী তাকে খুন করে ঘরে ফেলে রাখে। পরে বিশ্বজিৎ দেববর্মা নিজেই পুলিশ সহজ স্থানীয় এলাকাবাসীদের জানায় তার স্ত্রী নাকি আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ছুটে আসেন মৃত মহিলার আত্মীয় পরিজনরা।

 তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এদিকে খবর পেয়ে ছুটে আসেন ফরেন্সিক টিম সহ আমতলির এস ডি পি ও শংকর চন্দ্র দাস। আমতলী থানার পুলিশ মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের ধারণা ওই মহিলাকে তার স্বামী খুন করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই গোটা ঘটনাটি পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।  

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য