Sunday, October 6, 2024
বাড়িরাজ্যনতুন বাইক কেড়ে নিল এক কৃষকের প্রান

নতুন বাইক কেড়ে নিল এক কৃষকের প্রান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : শো-রুমের নতুন বাইক কেড়ে নিল এক কৃষকের প্রান। ঘটনা বিশ্রামগঞ্জ ইট ভাট্টা বাজার এলাকায়। মৃত কৃষকের নাম রাখাল দেবনাথ। মৃত রাখাল দেবনাথের এক নিকট আত্বিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাখাল দেবনাথ বাড়ির অদূরে দোকান থেকে বিস্কুট নিয়ে আসার জন্য গিয়েছিলেন।

 সেই সময় বিশ্রামগঞ্জ নিচের বাজারে থাকা বাইক শো-রুমের একটি নতুন বাইক ট্রায়াল দেওয়ার সময় বাইকটি ধাক্কা দেয় রাখাল দেবনাথকে। বাইকের ধাক্কায় রাখাল দেবনাথ ছিটকে পরে গুরুতর ভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা রাখাল দেবনাথকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রাখাল দেবনাথকে জিবি হাসপাতালে রেফার করে দেন উন্নত চিকিৎসার জন্য। রাখাল দেবনাথকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য