Sunday, March 16, 2025
বাড়িরাজ্যএভাবে দিন যাবে না, আগামী দিনে কৈফিয়ত দিতে হবে, পুলিশকে উদ্দেশ্য করে...

এভাবে দিন যাবে না, আগামী দিনে কৈফিয়ত দিতে হবে, পুলিশকে উদ্দেশ্য করে বলেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : গত ৮ ই আগস্ট রাত সাড়ে আটটা উদয়পুরের স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দে -কে বাড়িতে ডেকে নিয়ে যায় শাসক দলের বিজেপি নেতা সংকর কর্মকার। তারপর এক ছাত্রীকে অশ্লীল কথা বলেছে বলে অভিযোগ তুলে মারধর করা হয় শিক্ষক অভিজিৎ -কে। পরবর্তী সময়ে অভিজিতের স্ত্রীকে ও ডেকে নিয়ে মারধর করা হয়। পরবর্তী সময়ে ১০ই আগস্ট অভিজিৎ দে জিবি হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়ে।

 মঙ্গলবার কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎ দে -র বাড়িতে ছুটে যান। সঙ্গে ছিলেন গোমতী জেলার কংগ্রেসে সভাপতি টিটন পাল সহ দলীয় নেতৃত্ব। সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎ দের স্ত্রীর সঙ্গে সেদিনের ঘটনার সম্পর্কে অবহিত হন। পরে সাংবাদিকদের সামনে বিধায়ক বলেন সারা রাজ্যে একটা অরাজকতা চলছে। স্বজন হারা কান্না সান্তনা দেওয়ার ভাষা নেই। তারপর পুলিশের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন বলেন, এরকমভাবে দিন যাবে না, সবকিছুর শেষ আছে। প্রত্যেকটি ঘটনার কৈফিয়ত তলব করা হবে আপনাদের কাছে। তিনি আরো বললেন প্রয়াত শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে ৩০ লক্ষাধিক টাকা চেয়েছিল ছাত্রীর পরিবার। এর থেকে ভাগ পাওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু টাকা না দেওয়া এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে দাবি সুদীপ রায় বর্মনের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য