Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যব্লাড ব্যাঙ্ক গুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুত থাকে তার জন্য রক্তদান...

ব্লাড ব্যাঙ্ক গুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুত থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : রবিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা সংস্থার অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্তদানের চাইতে বড় দান আর কোন কিছু হতে পারে না। ব্লাড ব্যাঙ্ক গুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুত থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন।

 নির্বাচনের সময় ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের কিছুটা সঙ্কট দেখা দেয়। রাজ্যে ১৪ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ১২ টি সরকারি এবং দুইটি বেসরকারি। কোন রোগীর অস্ত্র পচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। তাই ব্লাড ব্যাঙ্কে রক্তের মজুত থাকা অত্যন্ত জরুরী। বর্তমানে এক ইউনিট রক্ত দিয়ে ৩ থেকে ৪ জন মুমূর্ষু রোগীকে বচানো সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে পূর্বে ১০০ টি আসন ছিল। বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি করে ১৫০ টি করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কলেজ চালু করা হয়েছে। নতুন করে আরও একটি মেডিক্যাল কলেজ চালু হতে যাচ্ছে। জেলা হাসপাতাল গুলিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতাল গুলিতে ট্রমা সেন্টার চালু করা হচ্ছে। সামাজিক স্বাস্থ্য কেন্দ্র গুলিকে উন্নত করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্ত দাতাদের উৎসাহ প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য