স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : চিকিৎসার নাম করে লুটের বাণিজ্য চালাচ্ছেন এক চিকিৎসক বলে অভিযোগ। তিনি চিকিৎসার নাম করে রোগীদের কাছে থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ কাঞ্চনপুর মহকুমা স্থিত দশদা কম্বল টিরলা এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ দাস নামে এক ব্যক্তির। নিজ শরীরের সুগার কন্ট্রোল করতে চিকিৎসার জন্য চিকিৎসক প্রসন্ন দাসের শরণাপন্ন হয়ে সর্বমোট চিকিৎসকের ১৬,০০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরুর ১৫ দিনের মাথায় অসুস্থ বিকাশ দাস চিকিৎসকের সঙ্গে দেখা করলে জোরপূর্বক সুগার কন্ট্রোল হয়েছে বলে ভিডিও বানাতে চান।
তখন সুগার কন্ট্রোল হয়নি বলে বাধা দিলে অসুস্থ বিকাশ দাসকে আর কোন চিকিৎসা করবে না বলে ফিরিয়ে দেয়। চিকিৎসক প্রসন্ন দাসের রুটিন মাফিক চিকিৎসা করতে গিয়ে বিকাশ দাসের ২২ হাজার টাকার মত খরচ হয় বলে জানান। এদিকে চিকিৎসক প্রসন্ন দাসের সঙ্গে টেলিফোন করলে কোনরকম সদোত্তর পায়নি রোগী বিকাশ দাস। দুই মাস কেটে গেলেও টেলিফোন করে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন নি তিনি। তাই বাধ্য হয়ে সাংবাদিকের শরণাপন্ন হন রোগী বিকাশ দাস। চিকিৎসক প্রসন্ন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলে আরো বলেন চিকিৎসার ১৫ দিনের মাথায় ভিডিও তৈরি করে চিকিৎসকের নিজ ফেইসবুক পেইজ থেকে আপলোড করে বিজ্ঞাপন হিসাবে ছড়িয়ে দেন তিনি। আর এই মিথ্যা প্রতিশ্রুতি ভিডিও দেখে রাজ্যের মানুষ ভীড় জমায়। অভিযুক্ত ডাক্তারের চেম্বার মনু, ছৈলেংটা হাসপাতাল সংলগ্ন এলাকায়। চিকিৎসক প্রসন্ন দাস এভাবে মানুষের কাছ থেকে মোটা অর্থ কামিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে।