Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যআটক দুই বাংলাদেশী মহিলা

আটক দুই বাংলাদেশী মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : কমলাসাগর সীমান্তে বি.এস.এফ-এর কড়া প্রহরা থাকা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ। শনিবার ভোরে মধুপুর গোডাউন এলাকা থেকে বি.এস.এফ আটক করে দুই বাংলাদেশী মহিলাকে। পরে তাদের হরিহর দোলা বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে ধৃত দুই বাংলাদেশী মহিলাকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃতরা ভারতীয় দালালদের হাত ধরে তাঁরকাটা অতিক্রম করে অবৈধভাবে রাজ্যে এসেছে। তাদের কাছ থেকে আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট উদ্ধার হয়। মধুপুর থানার ওসি জানান ধৃতরা হল ফারজানা আক্তার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় ও অপর জনের নাম আরেফা বেগম, বাড়ি বগুড়া জেলায়। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য