Saturday, January 18, 2025
বাড়িরাজ্যহিমোফিলিয়া রোধ করতে চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত আধুনিক হচ্ছে : মুখ্যমন্ত্রী

হিমোফিলিয়া রোধ করতে চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত আধুনিক হচ্ছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : নর্থ ইস্ট হিমোফিলিয়া কনসোর্টিয়াম-এর সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর এক বেসরকারি হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে সহ অন্যান্যরা। সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বর্তমানে ৭৭ জন নথিভুক্ত হিমোফিলিয়া আক্রান্ত রোগী রয়েছে।

তার মধ্যে ৬৬ জন হিমোফিলিয়া-এ আক্রান্ত। ১১ জন হিমোফিলিয়া-বি আক্রান্ত। হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের নিয়মিত থেরাপির প্রয়োজন। ত্রিপুরা রাজ্যে সরকারি ভাবে এই থেরাপি পরিষেবা প্রদান করা হয় হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের। সরকার বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকে। এবং এ রোগ থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী। আরো বলেন আধুনিক পরিষেবার মাধ্যমে এই রোগ দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। আরো বলেন, হিমোফিলিয়া রোধ করতে চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। তাই যারা বর্তমানে এই রোগে আক্রান্ত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য