Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে মিলিঝুলি জয় দুই মঞ্চের

ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে মিলিঝুলি জয় দুই মঞ্চের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে শুরু হয় ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। মোট ভোটার রয়েছে ২১৭ জন। ভোট গ্রহণ করা হয় চারটি বুথে। নির্বাচনে লড়াই করছে মোট ২৭ জন প্রার্থী। এইদিন চারটি বুথের মধ্যে ১ নং, ২ নং ও ৩ নং বুথে ভোটার ছিল ৫৫ জন করে। ৪ নং বুথে ভোটার ছিল ৫২ জন। এইদিন নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা না গেলেও ১০ টা ১২ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়।

২ টা ১২ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চ ও আইনজীবী উন্নয়ন মঞ্চের হয়ে ১১ জন করে ২২ জন প্রার্থী ছাড়াও নির্দল হিসাবে নির্বাচনে লড়াই করে আরও ৫ জন প্রার্থী। ফলে কোন কোন আসনে লড়াই হয় চতুরমুখী। কোন আসনে লড়াই হয় ত্রিমুখী। তবে বেশিরভাগ আসনে লড়াই হয় দ্বিমুখী। এইদিন ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শুরু হতেই দেখা যায় নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চ ও সংবিধান বাঁচাও মঞ্চের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ভোট গণনা শেষে ঘোষণা করা হয় ফলাফল। ফলাফল ঘোষণার পর দেখা যায় ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি পদে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থী বিভল নন্দী মজুমদার মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী পীযুষ কান্তি বিশ্বাসকে। সভাপতি পদ ছাড়াও আইনজীবী উন্নয়ন মঞ্চের যে সকল প্রার্থীরা জয়ী হয়েছেন তারা হলেন সহসম্পাদক পদে অস্মিতা বনিক, কার্যকরী সদস্য পদে আইনজীবী অঙ্কন তিলক পাল, অনুজিত দে, দিব্যেন্দু সরকার, ও সিমিতা চক্রবর্তী।

 অপরদিকে সংবিধান বাঁচাও মঞ্চের যে সকল প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন তারা হলেন সহসভাপতি পদে প্রবাল কুমার ঘোষ, সম্পাদক পদে সুব্রত সরকার, কোষাধ্যক্ষ পদে সৌগত দত্ত, কার্যকরী সদস্য পদে সৈকত সাহা ও সাগর বনিক। ভোট গণনার পর রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানান এইদিন ২২৭ জন ভোটারের মধ্যে ২১০ জন ভোটার ভোট প্রদান করেছে। সভাপতি পদে জয়ী হওয়ার পর আইনজীবী বিভল নন্দী মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোম কিংবা মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের নবনির্বাচিত সকল সদস্যদের নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকে আলোচনা করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে কোন কাজ গুলি করা হবে। আইনজীবী ওয়েলফেয়ার ফান্ডের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হবে। অপরদিকে সম্পাদক পদে জয়ী হওয়ার পর সিনিয়র আইনজীবী সুব্রত সরকার জানান ওনাদের কিছু মৌলিক দাবি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল জুনিয়র আইনজীবীদের জন্য ওয়েলফেয়ার ফান্ড ও আইনজীবীদের জন্য স্বাস্থ্য বিমা। এই বিষয় গুলিকে প্রাধান্য দেওয়া হবে। তিনি আরও জানান সকলে মিলে একসাথে কাজ করতে পারলে তবেই ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশান এগিয়ে যাবে। ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের নির্বাচনে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে কোন মঞ্চ একক সংখ্যা গরিষ্ঠতা পায় নি। ফলে আইনজীবী উন্নয়ন মঞ্চ ও সংবিধান বাঁচাও মঞ্চকে সম্মিলিত ভাবে আগামিদিনে কাজ করতে হবে। অর্থাৎ মিলিঝুলি বার এসোসিয়েশান হল ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য