Wednesday, September 11, 2024
বাড়িজাতীয়মণিপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা, মর্মান্তিক মৃত্যু বিজেপি নেতার স্ত্রীর

মণিপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা, মর্মান্তিক মৃত্যু বিজেপি নেতার স্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১১ আগস্ট:  এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও অশান্ত মণিপুরে শান্তির কোনও লক্ষণ নেই। এবার মণিপুরের কাংপকপি জেলায় প্রাক্তন এক বিধায়কের বাড়িতে বোমা হামলা চালাল দুষ্কৃতীরা। শনিবার সন্ধ্যায় এই হামলা চললেও রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছে সেখানকার পুলিশ। প্রাক্তন বিধায়ক ইয়ামথং হাওকিপকে লক্ষ্য করে এই হামলা চললেও ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লে সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন ৬৪ বছর বয়সি বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক হাওকিপ। বোমার আঘাতে সামান্য জখমও হন তিনি। তবে ঘটনার জেরে গুরুতর আহত হন তাঁর দ্বিতীয় স্ত্রী ৫৯ বছর বয়সি চারুবালা। আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, চারুবালা মেতেই সম্প্রদায়ের হলেও কুকি অধ্যুষিত কাংপকপি জেলায় নিজের বাড়িতে থাকতেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কুকি সম্প্রদায়ের আততায়ীরা এই হামলা চালিয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, ৬৪ বছর বয়সি ইয়ামথং হাওকিপ ২ বার বিধায়ক হন। ২০১২ ও ২০১৭ সালে কংগ্রেসের টিকিটে মণিপুরের সাইকুল বিধানসভা আসন থেকে জয়ী হন তিনি। তবে ২০২২ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হাওকিপ। একজন প্রাক্তন বিধায়কের বাড়িতে এহেন প্রাণঘাতী হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে, গত কয়েকদিনে মণিপুরের নানান জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। মণিপুরের তেঙ্গনৌপাল জেলায় গ্রামীণ স্বয়ংসেবকদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলায় মৃত্যু হয় ৪ জনের। পুলিশের তরফে জানা গিয়েছে, মোলনোম এলাকায় এই সংঘর্ষের জেরে ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্টের এক উগ্রপন্থী ও একই সম্প্রদায়ের ৩ গ্রামীণ স্বয়ংসেবকের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য