Monday, September 16, 2024
বাড়িরাজ্যআক্রান্ত সিপিআইএম প্রার্থী, গণনার দিন নিরাপত্তা চাইলো সিপিআইএম

আক্রান্ত সিপিআইএম প্রার্থী, গণনার দিন নিরাপত্তা চাইলো সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : আবারো প্রার্থী আক্রান্ত হওয়ার অভিযোগ তুললো সিপিআইএম। ভোটের ফলাফল ঘোষণার দিন পুলিং এজেন্ট সহ বাকিদের নিরাপত্তার দাবি জানান আক্রান্ত প্রার্থী লিটন মিয়া। শনিবার সিপিএম মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তুলে ধরেন আহত সি পি আই এম প্রার্থী লিটন মিয়া। তিনি সোনামুড়া মহাকুমার কাঁঠালিয়া অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের প্রার্থী।

 আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলেই নির্বাচনে নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের গেটেই নাকি লিটন এবং তার ভাইয়ের উপর আক্রমণ চালানো হয়। ফলে সেই মুহূর্তে তাদের চিৎকারে ছুটে আসে তার বাড়ির লোকজন, সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন জড়ো হতেই ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় সাত জনের বিরুদ্ধে মামলাও করা হয়।

অভিযুক্তরা হল বিজেপি প্রার্থী মামন মৈশান, বুথ সভাপতি সাদেক মৈশন, জুলাই মৈশান,  বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান, দেলোয়ার হোসেন, খলিল মিয়া, এবং মঞ্জিল হক বলে জানান সি পি আই এম প্রার্থী লিটন মিয়া। তিনি আরো জানান দুষ্কৃতিদের কাছে নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র ছিল। ২২ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী নির্বাচনের দিন কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের বিশেষ করে ভবানিপুর পঞ্চায়েতের ঘটনা উল্লেখ করে অভিযোগ করেন নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যা দিলেও কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটা মানুষ দেখেছে। তার পরেও মানুষ ভয়কে উপেক্ষা করে ভোটের অংশ নিয়েছিলেন। কিন্তু আগামী দিনে ভোট গণনা কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তিনি এদিন নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠুভাবে ভোট গণনা এবং বিরোধী দলের কাউন্টিং এজেন্ট এবং প্রতিনিধিদের নিরাপত্তার দাবি জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য