স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : কল্যাণপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নাইট ডিউটিতে থাকা অবস্থায় মোহরছড়া এলাকায় হৈতোবা বাইক আরোহীর ধাক্কায় গুরুতর আহত হয়। বর্তমানে শিবু দেব কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনা শুক্রবার রাত দুইটার নাগাদ। পুলিশের কাছ থেকে জানা গেছে, বিজয় দাস নামের বাইক আরোহীর বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে পুলিশ কর্মী শিবু দেব।
বাইক চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। বাইক আরোহীর বাড়ি জিরানিয়া থানা এলাকায়। তবে রাতে কোথা থেকে বাইক নিয়ে কল্যাণপুরের দিকে আসছিল তা জানা যায় নি। এবং পুলিশকে দেখে কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বাইকের নম্বর TR 01 AP 8307 । আটক করা হয়েছে বাইক চালককে। গোটা বিষয় নিয়ে কল্যাণপুর থানায় একটি মামলা হয়েছে। এদিকে আহত পুলিশ কর্মীকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।