Monday, September 16, 2024
বাড়িরাজ্যব্রয়লার মুরগির ফার্মার দুর্গন্ধে  অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ

ব্রয়লার মুরগির ফার্মার দুর্গন্ধে  অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : অভিযোগ রাজধানী আগরতলা শহরতলী মধুবন ঋষিপাড়া সংলগ্ন বগারচতল এলাকায় গড়ে উঠেছে এক ব্রয়লার মুরগির ফার্ম। তবে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন ফার্মটি বহু বছর আগেই স্থাপিত হয়। ঋষিপাড়া সংলগ্ন বগারচতল এলাকায় একই মালিকের গত ১ থেকে দেড় বছর আগে আরেকটি ফার্ম স্থাপন হয়। ফার্ম গুলি স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন এলাকায় কোন ধরনের দুর্গন্ধ ছড়াবে না।

 কিন্তু ফার্মগুলো স্থাপন করার পর ফার্ম থেকে দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের জন্য এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিককে জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা এই দুর্গন্ধের কথা এলাকার বিধায়ককেও জানানো হয়েছিল, কিন্তু কোন সুরাহা হয়নি। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এলাকার মানুষদের সমস্যায় ফেলে মালিক ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে এই পোল্ট্রি ফার্ম এলাকা থেকে তুলে দেওয়া দাবি জানায় স্থানীয়রা। নাহলে দুর্গন্ধ মুক্ত করতে ব্যবস্থা নিতে দাবী করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য