Friday, January 17, 2025
বাড়িরাজ্যআইনজীবীদের উন্নয়নে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা কাজ করবে

আইনজীবীদের উন্নয়নে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা কাজ করবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট :শনিবার অনুষ্ঠিত হবে ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে ১১ জনকে প্রার্থী করা হয়েছে। আইনজীবী উন্নয়ন মঞ্চের হয়ে সভাপতি পদে সিনিয়র আইনজীবী বিভল নন্দী মজুমদার, সহসভাপতি পদে তাপস কুমার দেব, সম্পাদক পদে আইনজীবী শঙ্কর লোধ, সহসম্পাদক পদে অস্মিতা বনিক, কোষাধ্যক্ষ পদে আইনজীবী রাজিব সাহা এবং কার্যকরী সদস্য পদে আইনজীবী অঙ্কন তিলক পাল, অনুজিত দে, দিব্যেন্দু সরকার, সোম্যদীপ সাহা, সিমিতা চক্রবর্তী ও রিয়া চক্রবর্তী লড়াই করবে।

শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা আদালতের ১৬ নং কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। তিনি আরও জানান নির্বাচনে জয়ী হলে আইনজীবীদের উন্নয়নে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা কাজ করবে। ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশানের নির্বাচন বারে বারে হয়। কিন্তু বার এসোসিয়েশান গুলির অবস্থা আগের মতোই রয়ে গেছে। সরকার বার এসোসিয়েশান গুলিকে সহযোগিতা করতে চাইলেও বার এসোসিয়েশান গুলির পক্ষ থেকে সেই রকম কোন উদ্যোগ লক্ষ্য করা যায় নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য