Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যড্রাগস সেবনকারী সন্দেহে আটক ৪০ জন

ড্রাগস সেবনকারী সন্দেহে আটক ৪০ জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশকে নিয়ে শহরে অভিযানে নামেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান এবং ডিম সাগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ড্রাগস সেবনকারী সন্দেহে প্রায় ৪০ জনের অধিক যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে আটক ড্রাগসের কৌটা ও সিরিঞ্জ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় এভাবে ড্রাগস সেবনকারীরা সাম্রাজ্য তৈরি করে রেখেছে।

 স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ করছে। মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। প্রায় ৪০ জন যুবক আটক হয়েছে। এই অভিযান আগামী দিনেও নিয়মিত চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে ড্রাগস বিক্রি ও ড্রাগস সেবন করে গোটা এলাকাকে দিন দিন বিষিয়ে তুলছে একদল যুবক। এলাকায় বিভিন্ন সময়ে রাতের বেলা তারা ঝামেলা সৃষ্টি করছে। এতে জীবন হানি ঘটনাও সংঘটিত হতে পারে। পাশাপাশি এলাকায় চুরি ছিনতাই এর ঘটনাও বেড়েছে। আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে তাদের যন্ত্রণায়। লাগাতার পুলিশকে অভিযোগ জানানোর পর অবশেষে শুক্রবার অভিযান চালিয়েছে। তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে স্থানীয়দের কাছ থেকে। নাহলে তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তাও আগামী দিনের প্রশ্নের মুখে পড়তে পারে বলে ধারণা এলাকাবাসীর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য