Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিবাদে সরব হল সীমান্তের এপারের মানুষ

বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিবাদে সরব হল সীমান্তের এপারের মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : অশান্ত বাংলাদেশ নিয়ে এবার প্রতিবাদের শামিল হচ্ছে কাঁটাতারে এপারে থাকা মানুষ। দিকে দিকে গড়ে উঠছে আন্দোলন। তাদের অভিযোগ বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর যেমন আঘাত নামিয়ে এনেছে তেমনি সেখানকার সংখ্যালঘু অংশের মানুষের উপর চলছে। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার সরব হলো রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার সচেতন নাগরিক।

 তাদের অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর লাগাতার সন্ত্রাস চলছে। তাদের বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। তাদের মারধর করে আহত করছে। তাই বাংলাদেশের পণ্য সামগ্রিক প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হচ্ছে সকলের কাছে। অবিলম্বে যদি এ ধরনের হামলা বন্ধ না হয় তাহলে আগামী দিনে ভারতের সংখ্যাগরিষ্ঠরা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে কিছু মানুষ বাংলাদেশের পরিস্থিতি তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদেরও অভিযোগ সেখানে সাধারণ মানুষের পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণ নামে এনেছে। এর প্রতিবাদ জানায় তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য